এটা আমার প্রথম বাংলা ব্লগ। কলেজে পড়ার সময় প্রথম আমার বাংলা লেখায় হাতেখড়ি। ল্যাব রিপোর্ট লেখার শেষ পর্যায়ে আমি বেশ ভালই বাংলা লিখতে পারতাম। কম্পিউটারে বাংলা লেখার জন্য তখন ব্যবহার করতাম বিজয় কীবোর্ড। এখন আবার প্রায় সব কিছু ভুলে বসে আছি। সবথেকে দুঃখজনক, মাঝে মাঝে বাংলা বানান নিয়েও সমস্যা হচ্ছে। গত কয়েক বছরে লেখালেখির কাজটা পুরোপুরি ইংরেজী-নির্ভর হয়ে যাওয়াটাই সম্ভবতঃ এর মূল কারণ। একটা সমাধান হতে পারে ফোনেটিক-নির্ভর লেখালেখি। কিন্তু বাংলা বানান নিয়ে সমস্যা হওয়ার পুরো ব্যাপারটাই এতো অপমানজনক যে সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার চিন্তাটা আরো অপমানজনক। তাছাড়া আমার বিশ্বাস একবার আমি বিজয় কীবোর্ডে অভ্যস্ত হয়ে গেলে আমি ফোনেটিক নির্ভর লেখালেখির থেকে অনেক বেশি সচ্ছন্দে লিখতে পারবো। আজকের সমাচার এই পর্যন্তই।
Sunday, March 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
আমার অবস্থা আরো খারাপ। প্রায় সাড়ে ৪ বছর বাংলা থেকে দূরে। মাঝে মাঝে ঠিক ঠিক বাংলা বাক্য মনে পড়ে না। আবার কখনো চলতি শব্দ ছেড়ে কঠিন কঠিন প্রতিশব্দ দিয়ে বাংলা লিখি, যা নিজের কাছেই হাস্যকন লাগে।তবু এখনো অনলাইনে বাংলা লেখা দেখলে কি যে খুশী লাগে। শুধু বাংলা লেখার জন্য ই আমার ব্লগিং শুরু।
So... keep it up man :)
Happy Blogging.
Post a Comment