Sunday, March 2, 2008

এটা আমার প্রথম বাংলা ব্লগ। কলেজে পড়ার সময় প্রথম আমার বাংলা লেখায় হাতেখড়ি। ল্যাব রিপোর্ট লেখার শেষ পর্যায়ে আমি বেশ ভালই বাংলা লিখতে পারতাম। কম্পিউটারে বাংলা লেখার জন্য তখন ব্যবহার করতাম বিজয় কীবোর্ড। এখন আবার প্রায় সব কিছু ভুলে বসে আছি। সবথেকে দুঃখজনক, মাঝে মাঝে বাংলা বানান নিয়েও সমস্যা হচ্ছে। গত কয়েক বছরে লেখালেখির কাজটা পুরোপুরি ইংরেজী-নির্ভর হয়ে যাওয়াটাই সম্ভবতঃ এর মূল কারণ। একটা সমাধান হতে পারে ফোনেটিক-নির্ভর লেখালেখি। কিন্তু বাংলা বানান নিয়ে সমস্যা হওয়ার পুরো ব্যাপারটাই এতো অপমানজনক যে সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার চিন্তাটা আরো অপমানজনক। তাছাড়া আমার বিশ্বাস একবার আমি বিজয় কীবোর্ডে অভ্যস্ত হয়ে গেলে আমি ফোনেটিক নির্ভর লেখালেখির থেকে অনেক বেশি সচ্ছন্দে লিখতে পারবো। আজকের সমাচার এই পর্যন্তই।

Friday, June 8, 2007

TopCoder on 7th June

I participated in an SRM. It was my first in the 2/3 months. And naturally I performed badly. I was having trouble on how to add a character to a string class object. Recently I have been in touch with Java a bit more. That did not help my C++ programming either. As a result, I ended up solving the 250 pointer using 1 hr. Has ended up in division 2. But may be from the next I will be more serious.

Wednesday, June 6, 2007

My first Blog

For a long time I have been thinking of creating a blog of my own. But because of my built-in laziness it was never materialized. Today I had a few hours of free time in my office. So thought of creating one. Its kind of writing a diary. But all the things that you can write on your diary, you can't write in your blog. Because you don't want all those information about you to be leaked out on the net. Only the public information can be written in the blog. But its much easier to type in the keyboard than to use pen and paper.

Anyway .. that will be all for my first blog. Its basically a starter "faltu pechal". Probably I will try to be more informative from the next times.